‘সাকিবের জিম্বাবুয়ে সিরিজ অনিশ্চিত’
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কয়েকদিন আগে তার মাকে নিয়ে আমেরিকায় পাড়ি দেন শিশুকন্যার মুখ দেখতে।
১৫ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামছে টাইগাররা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চারটি আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেকে পরখ করে নেয়ার জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজ।
নিজ শহরে অনুষ্ঠিতব্য এই সিরিজে মাঠের বাইরে থাকা হতে পারে সাকিব আল হাসানের। জিম্বাবুয়ে সিরিজ অনিশ্চিত তার। তবে কোনো অঘটনের জন্য নয় স্বাভাবিক কারণেই বিশ্রামে থাকতে পারেন তিনি।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের কর্মকর্তা ফারুক আহমদ দিয়েছেন এমন আভাস। ফারুক আহমদ বলেন, বিপিএলের আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলেই উড়াল দেন সাকিব।
পরের দুটি ম্যাচে তিনি খেলেন নি। এখন আবার আমেরিকায় রয়েছেন। তিনি কখন ফিরেন এই বিষয়টি নিয়েই চিন্তা। ফারুক আহমদ আশঙ্কা প্রকাশ করে বলেন, জিম্বাবুয়ে সিরিজে অনেকটাই অনিশ্চিত সাবিক আল হাসান।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর