রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৩৯:১৩

স্বীকার করেছেন অধিনায়ক মুমিনুল হক

স্বীকার করেছেন অধিনায়ক মুমিনুল হক

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্ট ১৭ রানে হেরেছে ২-০ ব্যবধানে ধোলাই হয়েছে বাংলাদেশ। ৯ বছর পর এই প্রথম দেশের মাটিতে এমন লজ্জা পেল মুমিনুল বাহিনী। তাও আবার দ্বিতীয় সারির অনভিজ্ঞ উইন্ডিজ দলের কাছে। এমন লজ্জার পরাজয়ে বেজায় চটেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি কোচ-অধিনায়ক-টিম ম্যানেজম্যান্টের কাছে জবাবদিহি চাওয়ার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নিজেদের ব্যর্থতা স্বীকার করেছেন অধিনায়ক মুমিনুল হক।

২০০০ সালে টেস্ট মর্যাদ পেয়েছিল বাংলাদেশ। এর মাঝে কেটে গেছে ২০ বছর। কিন্তু ক্রিকেটের অভিজাত সংস্করণে এখনও সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেনি বাংলাদেশ। মাঝেমধ্যে অস্ট্রলিয়া-ইংল্যান্ডের মতো দলকে হারানোর মাধ্যমে উন্নতির ঝিলিক দেখা গেলেও দ্রুত তা হারিয়ে গেছে। গত আড়াই বছরে পথ আবার বদলে গেছে পতনের দিকে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল তাই স্বীকার করে নিয়েছেন যে, গত ২০ বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো উন্নতিই হয়নি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশই একমাত্র দল, যারা এখনো কোনো পয়েন্ট পায়নি! দলের অবনতির বিষয়টি স্বীকার করে নিয়ে আজ রবিবার ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুমিনুল বলেছেন, 'এটা সত্যি কথা, আসলেই ২০ বছর হয়ে গেছে। এখনও উন্নতি; আমার কাছে মনে হয়, কোনো উন্নতিই ওইভাবে হয়নি। মানুষের উন্নতির তো শেষ নেই। মৃত্যুর আগ পর্যন্ত, বাংলাদেশের হয়ে যতদিন ক্রিকেট খেলব, উন্নতি করতে হবে। আমাদের উন্নতি করার অনেক কিছু বাকি আছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে