টাইগার নাসিরকে দল থেকে বাদ দেয়ার ব্যাখ্যা দিল বিসিবি
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি টাইগার ক্রিকেটার নাসির হোসেনকে। নাসির হোসেনকে বাংলাদেশের সেরা ক্রিকেটার হিসাবে আখ্যা দেন শ্রীলঙ্কার জীবন্ত কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।
জাতীয় দল থেকে এই নাসিরকে বাদ দেয়ায় সমালোচনারও সৃষ্টি হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মুখ খুলেছেন এই বিষয়ে। নাসিরকে কেন দলের বাইরে রাখা হয়েছে এর ব্যাখ্যা দিয়েছেন তিনি।
বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমদ বলেন, খেলোয়াড়দের যাচাই করে দেখতে নতুন কয়েকজনকে সুযোগ দেওয়া হয়েছে। টি-টায়েন্টিতে আমরা ভালো করছি না।
নাসির এর আগেও টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে। তাকে আমরা পরখ করে দেখেছি। দলে নতুন দুই একজনকে সুযোগ করে দেখার কারণ হলো তাদের সামর্থ্যকে দেখে নেয়া।
পরে তিনি বলেন, নাসির অবশ্য ভালো খেলোয়াড় তবে আমরা দেখে নিতে চাই নতুনদের মধ্যে করা ভালো করে। তাদের সুযোগ দেয়ার জন্য নাসিরকে দলের বাইরে রাখা হয়েছে।
৫ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর