বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:২৭:৪৬

বাদ পড়ার বিষয়টি নাসির বুঝতে পারছেন : প্রধান নির্বাচক

বাদ পড়ার বিষয়টি নাসির বুঝতে পারছেন : প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক: জানুয়ারির ১৫, ১৭, ২০ ও ২২ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে মোট চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরকারীদের বিপক্ষে টি২০ ম্যাচ গুলো সিলেটে হওয়ার কথা থাকলে যুব বিশ্বকাপের কথা মাথায় রেখে অনুষ্ঠিত হচ্ছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আর এ জন্যে আগামী ১১ জানুয়ারি ঢাকা পা রাখবে এল্টন চিগাম্বুরার দলটি। ১৩ দিনের সফর শেষ হবে ২৩ জানুয়ারি। কিন্তু হতাশার খবর হলো র্দীঘ দিন পর জাতীয় দলে থেকে বাদ পড়লেন অলরাউন্ডার নাসির হোসেন। জিম্বাবুয়ে সিরিজে নতুনদের সুযোগ দেয়ার প্রাথমিক দলে রাখা হয়নি তাকে। তবে বিষয়টি নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক বলেন, ‘এ সিরিজে বাদ পড়া মানে সব শেষ নয়। এটা আসলে পরীক্ষা-নিরীক্ষার সিরিজ। বিষয়টি হয়তো নাসিরও বুঝতে পারছেন। এ কারণে খুব একটা উদ্বেগ প্রকাশ করলেন না। বরং বিষয়টা দেখছেন ইতিবাচকভাবেই, ‘চিন্তার কী আছে! যা হয়, ভালোর জন্য হয়।’ ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে