বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১২:৪২:১৬

ইন্ডিয়া ‘এ’ দলে বাংলার সুদীপ

ইন্ডিয়া ‘এ’ দলে বাংলার সুদীপ

স্পোর্টস ডেস্ক: আসন্ন দেওধর ট্রফিতে ইন্ডিয়া ‘এ’ টিমে ডাক পেলেন বাংলার সুদীপ চট্টোপাধ্যায়। আগে আঞ্চলিক ভিত্তিতে টুর্নামেন্ট খেলা হলেও এখন দেওধরে তিনটে টিম খেলবে— ইন্ডিয়া ‘এ’, ইন্ডিয়া ‘বি’ এবং বিজয় হাজারে চ্যাম্পিয়ন গুজরাত। ২৪ থেকে ২৮ জানুয়ারি তিন টিমের মধ্যে রাউন্ড রবিনের পর ফাইনাল, মোট চারটে ওয়ান ডে হবে। পনেরো জন করে দুটো টিমের স্কোয়াডে সুদীপই বাংলার একমাত্র প্রতিনিধি। তাঁর টিমের অধিনায়ক বরোদার অম্বাতি রায়ডু। ‘বি’ টিমের ক্যাপ্টেন দিল্লির উন্মুক্ত চন্দ। এ ছাড়া দুই টিমে রয়েছেন মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিক রান করা শ্রেয়স আইয়ার এবং এ বছর সফল অসমের মিডিয়াম পেসার কৃষ্ণ দাস। ‘‘আমি অবশ্যই খুশি। কিন্তু এটা নিয়ে খুব বেশি ভাবছি না,’’ নাগপুর থেকে ফোনে বলছিলেন সুদীপ। যিনি এখন বাংলার হয়ে সইদ মুস্তাক আলি ট্রফি খেলছেন। আজ, বুধবার বাংলার সামনে আবার গুজরাত-ই। সুদীপের সংযোজন, ‘‘আমার কাজ হল রান করা। সেটা করতে পারলে তার পুরস্কার পাবই। ভাল পারফর্ম করাটাই ফোকাস।’’ সাম্প্রতিক কালে বাংলার সবচেয়ে প্রতিভাবান সম্ভাবনা হিসেবে ধরা হচ্ছে সুদীপকে। বাঁ-হাতি ব্যাট এই মরসুমে চারটে রঞ্জি সেঞ্চুরি করে ফেলেছেন। তাঁর মনে হচ্ছে, ইন্ডিয়া এ টিমে ডাক পাওয়াটা তাঁর ক্রিকেটকে পরের ধাপে নিয়ে যাবে। কিন্তু এটাও বলে রাখছেন, ‘‘সুযোগ পেয়েছি বলে দারুণ আনন্দে বসে রিল্যাক্স করব, সে রকম কিন্তু হবে না। আমার পরিশ্রম একটুও কমবে না।’’ ইন্ডিয়া ‘এ’ টিমে তাঁর তারকা সতীর্থদের মধ্যে আছেন অমিত মিশ্র, মুরলী বিজয়, পরভেজ রসুল, নমন ওঝা এবং বরুণ অ্যারন। সুদীপ বলে দিচ্ছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে মুখিয়ে আছি। ওই পর্যায়ে চাপের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়, ওদের থেকে শিখতে চাই।’ সূত্র : আনন্দ বাজার ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে