স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের ছোট দুইটি দেশ আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ছোট দুই দলের মহাকাব্যিক ম্যাচ। আফগানিস্তান ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজের মধ্যে দিয়ে এসেছে বেশ কয়েকটি রেকর্ডও। উপখ্যান গড়তে ফের শুরু হচ্ছে আফগান ধামাকা।
স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে মাঠে গড়াবে চিগাম্বুরাদের বিপক্ষে আফগান ধামাকা। সিরিজ নির্ধারণী ও ৫ ম্যাচের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে এই দুই দেশ।
আফগানিস্তান টানা দুটি ম্যাচ জেতে। শেষ দুটি ম্যাচে দারুণ জয় পায় জিম্বাবুয়ে। এখন পালা শেষ দাপট দেখানোর। বুধবারের ম্যাচে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করতে চায় দুই দেশ।
জিম্বাবুয়ের চিগাম্বুরা ও আফগানিস্তানের আসগার স্টেনেকজাই রয়েছেন রণ পরিকল্পনায়। এই ওয়ানডে সিরিজের পর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দেশ।
আফগানিস্তানের সাথে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলার পরেই বাংলাদেশে উড়ে আসবে চিগাম্বুরারা।
৬ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর