বিস্মিত নন বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক: দায়িত্ব পাওয়ার সাত মাসের মধ্যেই ক্লাব থেকে বরখাস্ত হলেন রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস। মূলত রিয়ালের বাজে পারফরম্যান্সের কারণেই গত সোমবার তাকে বরখাস্ত করে কতৃপক্ষ। তার জায়গায় স্থলভিষিক্তকরণ করা হয় জিনোদিন জিদানকে। ক্লাবটির সাবেকি এই তারকার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে দলটি।
তবে রাফায়েলের এমন বরখাস্তে মোটেও বিস্মিত হননি মেসি-নেইমারদের কোচ লুইস এনরিকে।
বেনিতেসের এভাবে বরখাস্ত হওয়া আধুনিক ফুটবলের অংশ বলেই মনে করেন এনরিকে।“রিয়াল মাদ্রিদের বেনিতেসকে বরখাস্ত করার সিদ্ধান্তে আমি বিস্মিত হইনি। আধুনিক ফুটবলে বিষয়গুলো এ রকমই। এটা নতুন কিছু নয়। কোচেদের প্রতি এটা অন্যায় বলে মনে হয় না আমার। এটা একটা ঝুঁকি, যা এই পেশার সঙ্গেই আসে। কোচিং কোর্স করানোর সময়ই আমাদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়। আমরা জানি, এমনটা হতে পারে এবং আমরা সবাই তা মেনেও নেই।”
তার পর ও তিনি বলেন, “যারা চাকরি থেকে বরখাস্ত হয়, তাদের জন্য বিষয়টি বড়ই দু:খজনক। একই সময়ে যে চাকরিটা পায়, তার জন্য এটা কিছুটা ইতিবাচক।”
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর