মূল দলে ডাক পাওয়ার আনন্দে যা বললেন আবু হায়দার রনি
স্পোর্টস ডেস্ক : রনির লক্ষ্য পূরণ হয়েছে। জাতীয় দলের হয়ে মাঠ কাঁপানোর স্বপ্ন দেখেন ঠিক বছর ছয়েক আগে। এবার জাতীয় দলের মূল দলে আবু হায়দার রনি।
জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি ঘোষিত মূল দলে রয়েছেন আবু হায়দার রনি। একাদশের প্রধান আকর্ষণ হয়ে থাকবেন তিনি। ১৫ জানুয়ারি মাইলফলকে পা রাখবেন তিনি।
এই আনন্দে আত্মহারা রনি ও তার পরিবার। দলের মূল যায়গায় সুযোগ পাওয়ার পরে নেত্রকোনার ছেলে আবু হায়দার রনি বলেন, ক্রিকেটে পা রাখার পর থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখে আসছি।
আবু হায়দার রনি বলেন, আমি ভাবতেই পারিনি কয়েকটি মাসের মধ্যে এত কিছু হয়ে যাবে। ২৭ সদস্যর দলে ডাক পাওয়ার পরে আমি চিন্তায় ছিলাম কোনো দিন জাতীয় দলের মূল স্কোয়াডে ডাক পাব কিনা।
এবার সে উচ্চা পূরণ হয়েছে উল্লেখ করে আবু হায়দার রনি বলেন, আমার লক্ষ্য এখন জিম্বাবুয়ে সিরিজে ভালো করা। এই সিরিজে ভালো করার মাধ্যমে এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে যায়গা করে নেয়াই আমার লক্ষ্য।
৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
�