টাইগারদের অনুশীলন মাঠে দুর্ঘটনা
স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ১৫ তারিখে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে চারটি টি২০ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সে লক্ষ্যে হাড় ভাঙা অনুশীলন করে যাচ্ছেন টাইগাররা। পুরাতনদের ভীড়ে এবার জাতীয় দলে ডাক পেয়েছেন বেশ কয়েক জন নতুন খেলোয়াড়। জাতীয় দলে ডাক পাওয়ার পরের দিনই প্যাকটিসে গিয়ে দুর্ভাগ্যবশত দুর্ঘটনা ঘটিয়ে বসলেন নতুন মুখ নুরুল হাসান সোহান। মিরপুর বিসিবি একাডেমির মাঠে তার ব্যাটের একটি শটে আহত হয়েছেন একজন গ্রাউন্ডসম্যান।
বুধবার বেলা ১১.৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গতদিনের মত বুধবার সকালেও মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একাডেমি মাঠে প্যাকটিসে নামেন বাংলাদেশ ক্রিকেট দল। বেলা সাড়ে এগারোটার দিকে নেটে ব্যাটিং অনুশিলন করছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। হঠাৎ করেই তার ব্যাট থেকে আসা একটি বল এসে লাগে এক গ্রাউন্ডসম্যানের মাথায়।
এর পরপরই বিসিবির চিকিৎসকরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এখন খানিকটা আশঙ্কামুক্ত তিনি।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর