শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১, ১২:১২:৫৩

ভারতে কমেছে চীন-বিরোধী হাওয়া, আইপিএলে ফের টাইটেল স্পন্সর হলো ভিভো

ভারতে কমেছে চীন-বিরোধী হাওয়া, আইপিএলে ফের টাইটেল স্পন্সর হলো ভিভো

স্পোর্টস ডেস্ক : ভারতে চীন বিরোধী হাওয়া কমেছে। লাদাখ সীমান্তে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে উত্তেজনাও। ফলে ফের একবার আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ফিরে এলো চিনা মোবাইল সংস্থা ভিভো। এ দিন আইপিএলের নিলামের শুরুতেই এ কথা ঘোষণা করেন টুর্নামেন্টের গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ পটেল।

গত বছর লাদাখে ভারত এবং চীনের মধ্যে সংঘাতের আবহে গোটা ভারতেই চীন বিরোধী জনমত তৈরি হয়েছিল। সেই সময় আইপিএলের স্পন্সর হিসেবে চীনা মোবাইল সংস্থাকে মেনে নিতে পারেননি ভারতের সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে ক্ষোভ উগরে দেন দেশের ক্রিকেটপ্রেমীরা। চাপে পড়ে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে সরে দাঁড়ায় ভিভো। 

সেই জায়গায় ২০২০ সালে আইপিএলের স্পন্সর হিসেবে এসেছিল ড্রিম ইলেভেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। ভারতের মাঠেই খেলা হবে আইপিএল। সবকিছু ঠিকঠাক চললে দর্শকরাও থাকবেন গ্যালারিতে। এই মুহূর্তে চীন বিরোধী হাওয়াও মিলিয়ে গিয়েছে। ফলে সুযোগ বুঝে ভিভো'কে ফের আইপিএলের প্রধান স্পন্সর হিসেবে ফিরিয়ে আনা হল।

আইপিএলের প্রধান স্পন্সর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে পাঁচ বছরে ২১৯৯ কোটি টাকার চুক্তি রয়েছে ভিভো'র। অর্থাত্‍ প্রতি বছর ভারতীয় বোর্ডকে প্রায় ৪৪০ কোটি দেওয়ার কথা সংস্থার। সেখানে গত বছর ড্রিম ইলেভেনের থেকে স্পন্সরশিপ ফি হিসেবে ২২২ কোটি টাকা পেয়েছিল বিসিসিআই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে