বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০২:১৬:৪২

বড় ইনিংস খেলেও ব্যর্থ যারা

বড় ইনিংস খেলেও ব্যর্থ যারা

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি মুম্বাইয়ের প্রণব ধানাওয়ার নামে এক স্কুল বালক বদলে দিলেন এক ইনিংস খেলা সর্বোচ্চ রানের খাতাটি। ১১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তিনিই। ভারতের এই বালক এক ইনিংসে ১০০০ রান সংগ্রহ করেন। তার এ ইনিংসটি নিয়ে বর্তমান ক্রিকেট বিশ্ব হই চই। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সর্বোচ্চ রানের রেকর্ডে নাম লেখানো এই ক্রিকেটাররা কেউই আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে পারেননি। এর আগে ১৮৯৯ সালে মাত্র তেরো বছর বয়সে ইংল্যান্ডের কলিন্স ক্লাক হাউজ এক ইনিংসে ৬২৮ রান সংগ্রহ করেন। এর পর প্রণবের মত তাকে নিয়েও পুরো ইংল্যান্ড জুড়ে হই চই লেগে যায়। সবাই আশা করেছিল সে একদিন ইংল্যান্ডের হয়ে আলো ছড়াবে। কিন্তু হলো কি ব্রিটিশ আর্মিতে যোগ দেয়ার পর কলিন্স ভুলে বসেছিলেন ক্রিকেটের সংজ্ঞাটা। তাই ২৯ বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে মৃত্যুবরণ করার আগে ইংল্যান্ড দলের হয়ে কখনো খেলা হয়নি তার। এর পর সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন যিনি। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় চার্লস ইডাই। তার অবশ্য ভাগ্য কিছুটা ভালো। কারণ তিনি নিজ দেশের হয়ে দু’টি টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন। মাত্র ২০ রান ও ৭ উইকেট নিয়েই তাঁর ক্যারিয়ার শেষ হয়। রেকর্ড গড়া ৫৬৬ রানের ইনিংসটি টেস্ট দল থেকে বাদ পড়ার পরই খেলেছিলেন তিনি ১৯০২ সালে। বর্তমানে সর্বোচ্চ রানের মালিকের দেশেও আরো দুই সাবেক ক্রিকেটার ৫০০ রানের গণ্ডি পেরিয়েছিলেন। ১৯৩৩-৩৪ মৌসুমে ডি আর হাভেওয়াল্লা ও ১৯৫৬-৫৭ মৌসুমে চমনলাল নামের দুই স্কুল ক্রিকেটার যথাক্রমে ৫১৫ ও ৫০২ রান করেছিলেন। কিন্তু স্কুল ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এ দুজন কখনোই ভারতীয় দলে জায়গা করতে পারেননি। আরেক অস্ট্রেলিয়ান জেসি শার্প ১৯১৫ সালে ৫০৬ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু এই ক্রিকেটারও স্কুলের গণ্ডি পেরোনোর পর আর নিজের নাম ধরে রাখতে পারেননি। ৫০০ পেরোনো আরও দুজন আছেন। তাদের একজন আরেক ভারতীয় প্রিতভি শ। দুই বছর আগে স্কুল ক্রিকেটেই ৫৪৬ রান করেছিল সে। তাঁর ক্রিকেটীয় জীবনের অবশ্য বাকি আছে পুরোটাই। ৫০০ পেরোনো আরেক ক্রিকেটার অবশ্য টেস্ট ইতিহাসের সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইনিংসের দুটির মালিকই নন, সর্বকালের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানও। ১৯৯৪ সালে কাউন্টিতে ৫০১ রান করেছিলেন ব্রায়ান লারা। তাঁর ওই ইনিংসটি প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সর্বোচ্চ হয়ে আছে। ৫০০ পেরোনো ক্রিকেটারদের মধ্যে লারাই একমাত্র সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পেয়েছেন। প্রণব ও প্রিতভি এখন কোন পথে হাঁটবেন, রেকর্ড বইয়ে হারিয়ে যাওয়া বিস্ময় বালক হবেন না কি ক্রিকেটের সত্যিকারের নায়ক, সেটি ভবিষ্যৎই বলে দেবে। ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে