স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং কাণ্ডারি গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ঝড় দেখতে শুধু উইরোপীয় নয় এশিয়ার ক্রিকেট ভক্তদেরও থাকে ব্যাকুলতা।
নির্ভর যোগ্য এই ব্যাটসম্যান বিগ ব্যাশে বিগ ঝড় তোলার জন্য মাঠে নামছেন। বিগ ব্যাশে চলমান আসরের ২১ তম ম্যাচে মাঠে নামবেন তিনি। এরই মধ্যে হোবার্ট হ্যারিকেনসের বিপক্ষে টস জিতেছে ম্যাক্সওয়েলের মোলবোর্ন স্টার্স।
ম্যাক্সওয়েল টি-টোয়েন্টির স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসাবে মুগ্ধ করেন ভক্তদের। গ্যালারিতে থাকে ম্যাক্সওয়েলময় চিত্র। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময়ানুয়ায়ি রাতে বিগ ঝড় তুলবেন তিনি!
বিগ ব্যাশে এর আগেও অনবদ্য ব্যাটিং করেছেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের টেস্ট স্কোয়াডের বাইরে রয়েছেন তিনি। কিন্তু ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাক্সওয়েল আতঙ্ক হয়ে উঠতে পারের বিশ্বের যে কোনো বোলারের জন্য।
৬ জানুয়ারি ২০১৫/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর