বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০২:৫২:৩৫

অস্ট্রেলিয়াকে ক্ষতিপূরণ দিতে বললো পাকিস্তান

অস্ট্রেলিয়াকে ক্ষতিপূরণ দিতে বললো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: দলের প্লেয়ারদের ওপর জঙ্গি হামলা হতে পারে, এমন হাস্যকর ঠুনকো অজুহাতে গেল বছরের অক্টোবরে বাংলাদেশে সফর থেকে নিজেদের গুটিয়ে নেয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। একি অজুহাতে এবারো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তারা। তবে বিষয়টি নিয়ে গতবারের মত এবারো বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের কয়েকদিন আগে এমন সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ক্ষতিপূরণ দেয়া উচিৎ বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান। তিনি বলেন, ‘কোনো নির্ধারিত টুর্নামেন্ট থেকে যদি কোনো দল সরে যায় তাহলে তাদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ। কারণ, স্বাগতিক দেশ অনেক পরিশ্রম ও অর্থ খরচ করে একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নেয়। এ কারণে অস্ট্রেলিয়ার উচিৎ বাংলাদেশকে ক্ষতিপূরণ দেয়া।’ ৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে