রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১, ০৬:৫৯:২২

বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ! থাকবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড!

 বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ! থাকবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শেষভাগে ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের তথ্য নিশ্চিত করেছে সেই সিরিজে থাকবে শুধু টি-টোয়েন্টি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অক্টোবরে বাংলাদেশে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া সফর চূড়ান্ত হওয়ায় প্রশ্ন উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে কিনা বাংলাদেশ।

এখনো সূচি চূড়ান্ত না হলেও সফর হবে বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত না হলেও সূচি যেকোন সময় প্রকাশ হবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে নিজাম বলেন, ‘এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই খেলাগুলো ভবিষ্যৎ সফর পরিকল্পনায় ধরা আছে। দিন-তারিখ এখনো নিশ্চিত হয়নি। এসব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সফরকারী দলের সঙ্গে যোগাযোগ করছে। হয়তো যে কোনো একটা সময় আমরা এসব আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার মতো অবস্থায় আসব।’

২০২০ সালে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ সফর করার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনাভাইরাস প্রকোপে সেটি হয়নি। বিশ্বকাপের আগে সুযোগ হওয়ায় টি-টোয়েন্টি সিরিজটা খেলে ফেলা হচ্ছে সেই সময়ে। বিসিবি প্রধান নির্বাহীর মতে, বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য এটি একটি ভালো সুযোগ।

আপাতত টাইগাররা ব্যস্ত আছে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। এই সিরিজের পর মার্চে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে