বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৩:১৯:২৬

সিলেবাসের বাইরে মুশফিকের জন্য বিপদ সংকেত!

সিলেবাসের বাইরে মুশফিকের জন্য বিপদ সংকেত!

স্পোর্টস ডেস্ক : ফের আলোচনায় মুশফিকুর রহিম। তার চেয়ার দখলে নেয়ার জন্যই এরই মধ্যে দলে প্রবেশ করেছেন এক নতুন মুখ! এর আগে লিটন দাসকে দেয়া জাতীয় দলে। দলের উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে জাতীয় দলে সুযোগ পান তিনি। ব্যাটিংয়ে ভালো না করলেও কিপিং ভালোই করতেন লিটন দাস। মুশফিকুর রহিমকে আর কিপিং করতে দেখা যাবে কিনা এ নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়। বিসিবি থেকে মুশফিককে কিপিং ছেড়ে দেয়ার কথাও বলা হয়েছিল। পরে মুশফিক এক সময় দম্ভ করে বলেন, যতদিন ক্রিকেট খেলবে ততদিন কিপিং চালিয়ে যেতে চাই। মূল কথা হলো ক্রিকেটে পারফর্ম ও যোগ্যতাই মুর্খ। বাজে ফর্ম হলে সিনিয়রের তেমন মূল্যায়ন থাকে না। সবার অজানা সিলেবাজ থেকে নুরুল হাসানকে সুযোগ দেয়া হয়েছে জাতীয় দলে। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামা হতে পারে তার। সিলেবাজের বাইরে থেকে মুশফিকের জন্য এ যেন আসলো এক বিপদ সংঙ্কেত! নুরুল হাসানকে উইকেটকিপার ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসাবে দলে নেয়া হয়েছে। জাতীয় লিগ ও অনুর্ধ্ব-১৯ দলে নজর কাড়া ক্রিকেট খেলে জাতীয় দলে অবিশ্বাস্যভাবে ডাক পান নুরুল হাসান। মাশরাফি বিন মুর্তজা এর আগে নুরুল হাসানকে দলে ডাক পাওয়ার আশ্বাস দিলেও সেটি বিশ্বাস হচ্ছিল তার। এমনকি জাতীয় দলে ডাক পাওয়ার পরেও যেন বিশ্বাস করতে পারছেন না যে তিনি জাতীয় দলে প্রবেশ করেছেন। নিয়তি কোথায় যায় বলা মুশকিল। তবে ধারনা করা যায় ভালো পারফর্ম করলে মুশফিকুর রহিমের চেয়ারে বসতে পারেন তিনি। জাতীয় দলে উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ধীমান ঘোষের অভিষেক হয় এর আগে। কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারেন নি তিনি। লিটন দাসের অবস্থাও হতে পারে ধীমানের মত! ৬ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে