ধারে-কাছেও নেই কেউ, মুস্তাফিজের রেকর্ডটা কি অজীবন থাকবে?
স্পোর্টস ডেস্ক : ধ্রুবতারার মত বাংলাদেশের ক্রিকেটে নাম লেখান সাতক্ষীরা থেকে উঠে আসা যুবক মুস্তাফিজুর রহমান। তার গড়া একটি বিশ্বরেকর্ড কালজয়ী হওয়ার পথে হাঁটছে।
শুনতে হয়তো খুব জটিল মনে হতে পারে। কিস্তু বাস্তবতাই ইঙ্গিত দিচ্ছে মাথা নষ্ট করে দেয়ার মতই একটা কিছুর। ওয়ানডে ক্রিকেট এক দুর্লভ রেকর্ড গড়েন মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ডের ক্রিকেটারর ম্যাট হেনরি স্বরণ করিয়ে দিলেন মুস্তাফিজুর রহমানের কীর্তির কথা। ওয়ানডে ক্রিকেটে ৩ ম্যাচে ১৩ টি উইকেট শিকার করেন মাত্র ৩ জন।
বাংলাদেশের মুস্তাফিজ, অস্ট্রেরিয়ার হ্যারিস ও নিউজিল্যান্ডের হেনরি। মুস্তাফিজ অনন্য কম রান দেয়ার দিক থেকে। ১৩ টি উইকেট শিকারের ম্যাচগুলোতে হ্যারিস ১৭৯ বলে ১০৬ রান দেন। ১৭৬ বলে ৫০ রান দেন মুস্তাফিজ। ১৭৮ বলে ১২২ রান করেন হেনরি।
এখানে মুস্তাফিজের রান দেয়ার রেট সবচেয়ে কম। গোটা ক্রিকেট ইতিহাসে এই মাইলফলকে অপর দুইজনকে পাওয়া গেলেও রান রেটের দিক থেকে তারা মুস্তাফিজের ধারেকাছেও নেই।
কতকাল থাকবে এই জিজ্ঞাসা যে, মুস্তাফিজের এই বিশ্ব রেকর্ডটা কি অজীবন থাকবে? অদৃষ্ট সময়, ক্ষণ ও কালই হয়তো বলবে এই বিষয়টি। বাংলাদেশের মানুষের গর্বের বিষয় হলো এমন একটি ইতিহাস জয়ী রেকর্ড করেছেন মুস্তাফিজ!
৬ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর