ঝামেলা করে ফের আলোচনায় ওমর আকমল
স্পোর্টস ডেস্ক: নানা ঘটনায় মাঝে মাঝে খবরের শিরোনামে আসেন পকিস্তান দলের উইকেট কিপার ব্যাটসম্যান ওমর আকমল। এবার চার-ছয় কিংবা দুর্দান্ত ক্যাচ লুফে নিয়ে নয়। ফার্স্ট ক্লাস দলের কোচ বাসিত আলিকে অপমান করে এখন খবরের শিরোনামে তিনি।
সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচ খেলছিলেন আকমল। ফাইনাল ম্যাচটি হচ্ছে পাঁচ দিনের। মঙ্গলবার ছিল খেলার তৃতীয় দিন। দিবারাত্রির ম্যাচটি হচ্ছে গোলাপি বলে। পাকিস্তানে গোলাপি বলের প্রথম ম্যাচ এটি। প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন উমর। এরপর দ্বিতীয় ইনিংসে তাকে ব্যাটিং অর্ডারে নামিয়ে দেয়া হয়। অলরাউন্ডার হাসান তালাতকে তিন নম্বরে ব্যাট করতে পাঠান কোচ বাসিত।
এরপর আকমল ড্রেসিং রুমে সকল খেলোয়াড় ও কমকর্তার সামনেই কোচের সাথে বাজে আচরণ করেন । তবে কোচ বাসিত জানিয়েছেন, তার এই সিদ্ধান্তটা কৌশলগত। শেষ সেশনে উইকেট পড়ছিল বলে উমরকে রেখে দিতে চেয়েছিলেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শাস্তিও দিতে পারে ২৬ বছর বয়সী আকমলকে।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর