বাংলাদেশ থেকে ব্যাটিং কোচ নিতে চায় জিম্বাবুয়ে!
স্পোর্টস ডেস্ক: সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই জিম্বাবুয়ের বোলিং কোচ হতে যাচ্ছেন সাবেক আফ্রিকান পেসার মাখায়া এনটিনি। জিম্বাবুয়ের সঙ্গে এ আলোচনা চলছে তার। আলোচনা শেষ হলেই ডেবিট হোয়াইট মোরের সঙ্গে কাজ করবেন তিনি। এমনটাই জানিয়েছে জিম্বাবুয়ের একটি অনলাইন নিউজ পোর্টাল।
তবে খুশির খবর হলো নিউজ পোর্টালটির আরেকটি তথ্যে। তারা জানায়, জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে একজন ব্যাটিং কোচও নাকি নিতে চাচ্ছে। আর পাকিস্তান থেকে তারা নিতে চায় একজন বিশেষজ্ঞ স্পিনিং কোচ।
এনটিনিকে বোলিং কোচ হিসেবে পেলে টেস্টের মতো সীমিত ওভারেও বড় সমর্থন পাবে জিম্বাবুয়ে। এই এনটিনি প্রথম আফ্রিকান দলের কৃষাজ্ঞ খেলোয়াড়। ১৯৯৮ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় তার। খেলে যান ২০০৯ সার পর্যন্ত। র্দীঘ এ সময়ে এনটিনি ১০১ টেস্টে শিকার করেছেন ৩৯০ উইকেট। ১৭৩ ওয়ানডেতে ২৬৬ উইকেট পেয়েছেন তিনি। ২০১০ সালে অবসরের পর টিভি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এনটিনি। এছাড়া ইস্ট লন্ডনে মাখায়া এনটিনি ক্রিকেট একাডেমিও গড়েছেন।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউ২৪/আরিফুর রাজু/এআর