বাংলাদেশের জন্য উড়ে এল সুখবর
স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ইস্যুতে যখন চলছে বেশ জটিলতা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড যোগ করেছে গোলক ধাঁধা। তখন টাইগারপ্রেমীদের জন্য হাওয়ায় উড়ে এল দারুণ একটি সুখবর।
অস্ট্রেলিয়ার প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে না অস্ট্রেলিয়া। পরে ইংল্যান্ডও যায় সে পথে। ইংল্যান্ডের বাংলাদেশ সফর নেগেটিভ ও পজেটিভে।
খোদ আইসিসির কর্মকর্তারাই উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। এমন সময় সুখবর দিয়েছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ডেভিড হোয়াইট জানিয়েন, তারা অস্ট্রেলিয়ার পথে হাঁটবেন না।
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসবে তারা। হোয়াইট বলেন, আইসিসি ও বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সবাই এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে।
আমরা নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবছি না। হোয়াইট আশা প্রকাশ করে বলেন, বিভিন্ন ভেন্যু ও বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, জটিলতা থাকলেও নির্ধারিত সময়ে অনুষ্ঠিক হবে এই বিশ্বকাপ। আইসিসি এখন পর্যন্ত সরে যায়নি আগের সিদ্ধান্ত থেকে।
৬ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর