এবার কাজের মেয়ের সঙ্গে গেইল
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি বিগব্যাস টুর্নামেন্টে খেলা চলাকালীন সময়ে এক মহিলা সাংবাদিককে অশালীন প্রস্তাব দেয়ায় ক্রিস গেইলকে গুণতে হয়েছে সাত হাজার ডলার জরিমানা। তবে তিনি পার পেয়ে গেছেন নিষেধাজ্ঞা থেকে। এর রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছেন গেইল। গেইলের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও এক নারীকে শ্লীলতাহানী করেছেন।
অস্ট্রেলিয়ার ওই নারী সাংবাদিকের প্রতিবাদ জানানোর পরের দিনই বিশ্বকাপের ওই নারীও গেইলের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও ঐ অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব। ওই নারী মূলত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় (কাজের মেয়ে) ছিলেন।
গেইলের বিরুদ্ধে তার অভিযোগ, বিশ্বকাপের সময় একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিং রুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপরেই তার সামনে অশালীন ভাবে নিজেকে উপস্থাপন করেন গেইল।
তবে নতুন এই অভিযোগ কিছুতেই মানতে চাচ্ছেন না গেইল। তার এজেন্ট বিষয়টি নাকোচ করে দিয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ তোলা প্রতিষ্ঠান ফেয়ারফেক্স মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি।
৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�