বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৭:৩৯:২৭

ক্রিকেটের সেই বিস্ময় বালককে নিয়ে এবার কোটি টাকার খেলা

ক্রিকেটের সেই বিস্ময় বালককে নিয়ে এবার কোটি টাকার খেলা

স্পোর্টস ডেস্ক: এক ইনিংসে এক হাজারের বেশি রান তুলে বিশ্ব রেকর্ড করা সেই ভারতীয় কিশোরকে নিয়ে এবার কোটি কোটি টাকার খেলায় মেতেছেন ব্রিটেনবাসী। একের পর এক তারা ধরছেন বাজি। বিশ্ময় বালকটি ভবিষ্যতে ভারতের টেস্ট দলে ঢুকতে পারবে কিনা’ মূলত এই প্রশ্নের ১৬/১ রেটে চলছে এই বাজির খেলা। প্রনভ ধনাওয়াড়ে নামের ওই বিশ্ময় বালককে নিয়ে এই বাজি আয়োজন করেছে দেশটির শীর্ষ বেটিং প্রতিষ্ঠান ল্যাডব্রোক। অনেকেই মুম্বাইয়ের এক অটো রিক্সা চালকের ছেলেকে ভবিষ্যতের শচিন টেন্ডুলকার বলে আখ্যা দিতে শুরু করেছেন। শচিন নিজেই তাকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন। আর বলেছেন, "তোমাকে আরও অনেক উচুঁতে উঠতে হবে"। মাহিন্দ্র সিং ধোনি লিখেছেন, ‘ধনাওয়াড়ের এই রান কোনও রসিকতার বিষয় নয়।’ ব্রিটেনে বিবিসি টিভির মঙ্গলবারের প্রাইম টাইম খবরে ধনওয়ড়াদের ওপর দীর্ঘ রিপোর্ট প্রচার করা হয়েেছ। বুধবারের সমস্ত প্রথম সারির দৈনিকগুলোতে তার ইনিংসটি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। পনের বছর বয়সী প্রনভ ধনাওয়াড়ে মঙ্গলবার মুম্বাইর স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে ১ হাজার ৯ রান করে আগের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন । ক্রিকেটের কোন ইনিংসে এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ১৮৯৯ সালে আর্থার কলিন্সের করা। তিনি করেছিলেন ৬২৮ রান। মুম্বাই স্কুল ক্রিকেটে প্রণভ ধনাওয়াড়ে খেলেন কেসি গান্ধী স্কুলের হয়ে। মঙ্গলবার তাদের দল আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে ১ হাজার ৪৬৫ রান তুলে ইনিংস ঘোষণা করে।ধনাওয়াড়ে একাই করেন ১ হাজার ৯ রান। তার এই ইনিংসে ধনাওয়াড়ে ৫৯টি ছক্কা এবং ১২৭টি চার মেরেছেন। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে