সব সময় দেশের কথা মাথায় রাখবি: মাশরাফি
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যুব বিশ্বকাপে অংশ নেয়া বাংলাদেশ দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছেন, ‘সবার আগে দেশ। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই বড় কথা। তাই মাঠে নামার সময় সবার আগে দেশের কথা মাথায় রাখবি। সেই গর্বে উদ্বুদ্ধ হয়ে পারফর্ম করলেই জয় ছিনিয়ে আনা যাবে।শিরোপা জয়ের ভাবনায় বিভোর হওয়ার প্রয়োজন নেই।’
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা মাশরাফিকে পাশে খুবই উৎফুল্ল ছিল। যুব দলের কোচ মিজানুর রহমান বাবুলের আমন্ত্রণে মাশরাফি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। যুব দলকে সাহস জুগিয়েছেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন। বুধবার জাতীয় দলের অনুশীলন শেষে মেহেদি-পিনাকদের সঙ্গে প্রায় আধা ঘন্টা কাটিয়েছেন মাশরাফি।
মাশরাফিকে ডাকার কারণ প্রসঙ্গে কোচ মিজানুর রহমান বাবুল বলেন,‘মাশরাফি যে তাদের আইডল তা বলার অপেক্ষা রাখে না। আমরা কোচ হয়ে যা বলতে পারব, একজন ক্রিকেটার হিসেবে মাশরাফি ওদেরকে আরো বেশি বলতে পারবে। তাই ওকে নেওয়া।’
বাংলাদেশেই আগামী ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত যুব বিশ্বকাপের ১১তম আসর হবে। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।
৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল
�