বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৮:২৫:৩৫

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে বিগত ২৫ বছরেও এমন ঘটনা ঘটেনি

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে বিগত ২৫ বছরেও এমন ঘটনা ঘটেনি

স্পোর্টস ডেস্ক: যে দেশটির নাম ক্রিকেটের বহু রেকর্ডের পাতার সঙ্গে জড়িয়ে আছে সেই দেশটির নাম অস্ট্রেলিয়া।পর পর তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ডও তাদের। পাশাপাশি দেশটিতে জন্ম নিয়েছে স্টিভ ওয়া, মার্কওয়া, গিলক্রিস্ট,শেনওয়ার্ন, মেগরা, ব্রেট লি, হেইডেন, পন্টিংদের মতো বিশ্বতারকারা। ক্রিকেটে বরাবর রেকর্ড গড়ার এই দেশটিতে এবার এক অভিনব ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি ক্রিকেট টেস্টের এই ঘটনা অস্ট্রেলিয়ার বিগত ২৫ বছরের ক্রিকেট ইতিহাসে ঘটেনি। শুরুটা হয়েছিল প্রথম দিনেই। বৃষ্টি-বাধায় সিডনি টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ৭৫ ওভার। দ্বিতীয় দিনে সব মিলিয়ে মাত্র ৬৮ বল। আর পরের টানা দুই দিনই ভেসে গেল বৃষ্টিতে। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের এই শেষ টেস্টে তৃতীয় দিনের মতো বুধবার চতুর্থ দিনেও একটি বল মাঠে গড়ায়নি। গত ২৫ বছরে এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনো টেস্টে বৃষ্টির কারণে টানা দুই দিন একটি বলও মাঠে গড়াল না। সবশেষ এমনটা হয়েছিল ১৯৯০ সালে। মজার বিষয়, ওই টেস্ট ম্যাচটাও ছিল এই সিডনিতেই! এবং ওটাও ছিল সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়া-পাকিস্তানের ওই ম্যাচে বৃষ্টির কারণে প্রথম দুই দিনে একটি বলও মাঠে গড়ায়নি। পঞ্চম দিনও ভেসে গিয়েছিল বৃষ্টিতে। একদিন বাড়িয়ে খেলা হয়েছিল ছয় দিনে, ম্যাচ হয়েছিল ড্র। ২৫ বছর পর এবার অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচও বৃষ্টিতে ড্র হওয়াটা এখন অনেকটাই নিশ্চিত। ৭ উইকেটে ২৪৮ রান করা ওয়েস্ট ইন্ডিজও হোয়াইটওয়াশের হাত থেকে বাঁচার ভালো সুযোগ পেয়ে গেল প্রকৃতির সৌজন্যে। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে