স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে মাঠে নেমেই ইতিহাস সৃষ্টি করেছিলেন তেম্ব বাভুমা। ২০১৪ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ওই টেস্টে প্রোটিয়াদের প্রথম কোন কৃষ্ণাঙ্গ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার কীর্তি গড়েছিলেন।
ঠিক এক বছর পর আরেকটি ইতিহাস গড়লেন ২৫ বছর বয়সি ওই বাভুমা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে কেপ টাউন টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন তিনি।
এর ফলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা হয়ে গেল ইতিহাসের অংশ। নিজের প্রথম সেঞ্চুরিটি পূরণের পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেন তিনি। ১৪৮ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১০২ রান করেন বাভুমা।
৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল