বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ০৯:৪৫:১২

আমিরের পর এবার তোপের মুখে আফ্রিদি, লাহোরে বিক্ষোভ মিছিল

আমিরের পর এবার তোপের মুখে আফ্রিদি, লাহোরে বিক্ষোভ মিছিল

স্পোর্টস ডেস্ক: ক’দিন আগে স্পট ফিক্সিং কেলেংকারিতে নাম লেখানো মোহাম্মদ আমির জাতীয় দলে ফিরতে তুমুল সমালোচনার মুখে পড়েন। আমিরের সেই রেশ কাটতে না কাটতেই এবার সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক শহিদ আফ্রিদি। ২০১১ সালে সাবেক পিসিবি প্রধান ইজাজ বাটকে ‘বৃদ্ধ’ বলে সমালোচিত হওয়ার পর এবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতিবাচক মন্তব্যের জন্য তোপের মুখে পড়েছেন। সাংবাদিকরা লাহোর স্টেডিয়ামের বাইরে আফ্রিদির বিপক্ষে বিক্ষোভও করেছেন। নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে পাকিস্তান দল এখন অনুশীলনে ব্যস্ত। লাহোরে ওই অনুশীলন ক্যাম্পে সংবাদ সম্মেলনে আফ্রিদিকে প্রশ্ন করতে থাকেন সাংবাদিকরা। উত্তরে এই বছরে টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন আফ্রিদি। এরই এক পর্যায়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ‘সাবেক টি-টোয়েন্টি অধিনায়কদের মতো আপনার রেকর্ড অত ভালো নয়। তাই এই মুহূর্তে আপনার নেতৃত্বের ধরনে কোনও পরিবর্তন জরুরি বলে প্রয়োজন মনে করছেন কী?’ এই প্রশ্নের পরই একটু তেঁতে উঠেন পাকিস্তানি এই অল রাউন্ডার। উত্তরে বলেন, ‘আমি প্রত্যাশাই করেছিলাম আপনি এমন বেদনাদায়ক প্রশ্ন করবেন।’ আফ্রিদির এমন উত্তরটি স্বাভাবিকভাবে নিতে পারেননি উপস্থিত সাংবাদিকরা। এর প্রতিবাদে তার আচরণের জন্য ‘ক্ষমা’ চাইতে বলেন আফ্রিদিকে। কিন্তু আফ্রিদি এই মন্তব্যের জন্য ক্ষমা চাননি। পরবর্তীতে স্টেডিয়ামের বাইরে আফ্রিদির বিপক্ষে বিক্ষোভ করেন সাংবাদিকরা। অন্যদিকে, সাংবাদিকরা তিলকে তাল করছে বলে আফ্রিদিভক্তরা মন্তব্য করেছেন। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে