দলে এসেই মাথা ফাটিয়ে দিলেন সোহান
স্পোর্টস ডেস্ক : বুধবার বিসিবির একাডেমি মাঠের খবরটা দুঃখজনক। ঘটনার নায়ক বাংলাদেশ জাতীয় দলে নতুন জায়গা পাওয়া নুরুল হাসান সোহান। অনুশীলনের সময় ব্যাট করতে গিয়ে মাথা ফাটিয়ে দিলেন গ্রাউন্ডসম্যান ইকরামের।
অবশ্য বড় ধরনের কোনো বিপদ হয়নি তার। এতে হাঁফ ছেড়ে বাঁচলেন বিপিএলে সিলেট সুপার স্টার্সের হয়ে খেলা নুরুল হাসান সোহান।
মাঠের এক প্রান্তে বোলিং মেশিনে অনুশীলন করছিলেন সোহান। এ সময় বোলিং মেশিনে বল দিচ্ছিলেন ইকরাম। বোলারের ওপর দিয়ে বল মেরেছিলেন সোহান। বলটি সজোরে গিয়ে লাগে গ্রাউন্ডসম্যান ইকরামের কপালে।
মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন ইকরাম। সঙ্গে সঙ্গে জাতীয় দলের ফিজিও দেবাশীষের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসাপাতালে। বর্তমানে ইকরাম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় অনেকটা ভয় পেয়ে গিয়েছিলেন সোহান। বলেন, খারাপ লাগছে নিজের কাছে, ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। বড় কোনো সমস্যা না হওয়ায় একটু স্বস্তি পাচ্ছি। বড় ধরনের কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না।
আসন্ন জিম্বাবুয়ের বিরুদ্ধে টি২০ সিরিজে প্রথম দুটি ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে আছেন সোহান।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�