তার মেয়ের নাম এশিয়া
স্পোর্টস ডেস্ক : বাল্যকালের ক্লাব স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে চার বছরের জন্য এশিয়ার ক্লাব আল সাদে যোগ দিয়েছেন জাভিয়ের হার্নান্দেজ। এরই মধ্যে তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন। স্প্যানিশ এই তারকার মেয়ের নাম শুনলে চমকে উঠতে পারেন।
বার্সেলোনার সাবেক এই তারকা ফুটবলার মেয়ের নাম রেখেছেন এশিয়া।
৩৫ বছর বয়সী জাভি কেন মেয়ের নাম এশিয়া মহাদেশের নামানুসারে রাখলেন এমন প্রশ্ন অনেকের।
তবে ইউরোপ ছেড়ে এশিয়ার কাতারে খেলেন বলেই এ সিদ্ধান্ত জাভির।
উল্লখ্য, ১৯৯৮ সালে বার্সায় অভিষেক হওয়ার পর এক দশকেরও বেশি সময় ধরে প্লে-মেকার জাভি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে খেলছেন। দীর্ঘ ক্যারিয়ারে কাতালান জায়ান্টদের হয়ে ৭৫০-এর বেশি ম্যাচ খেলেছেন।
শিরোপা জিতেছেন ২৩টি। জাভির নিধারুণ নৈপুণ্য বার্সায় একটি প্রজন্ম হিসেবেই উল্লেখ করা হয়ে হয়।
৬ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�