বুধবার, ০৬ জানুয়ারী, ২০১৬, ১০:২৮:৪৯

ছোট্ট একটি কারণে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন আমলা

ছোট্ট একটি কারণে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন আমলা

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক হাশিম আমলা গত বছরে জুনে দায়িত্ব নিয়েছিলেন। তবে দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় তিনি অধিনায়কত্বের পদে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমলার নেতৃত্বে সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে আমলার ব্যাট থেকে তেমন কোন বড় রান আসেনি। তাই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে রানে ফিরতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আমলা। এ প্রসঙ্গে আমলা বললেন, 'এমন সিদ্ধান্ত নেওয়াটা খুব বেশি সহজ ছিলো না আমার জন্য। কিন্তু আমি মনে করি আমার ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত।' তবে আমলা অধিনায়কত্ব উপভোগ করেছেন বলেও জানালেন। 'বোর্ডকে ধন্যবাদ, আমাকে টেস্ট অধিনায়ক করার জন্য এবং এই সম্মানটুকু দেওয়ার জন্য। এটা ছিলো খুব উপভোগ্য এবং শিক্ষণীয়। এদিকে দক্ষিণ আফ্রিকা বোর্ড প্রধান হারুন লরগাত আমলার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বললেন, 'আমরা আমলার সিদ্ধান্তকে সম্মান জানাই।' আমলার পরিবর্তে সিরিজের বাকি সময়টুকু দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই টেস্টের জন্য অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। ৬ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে