ওরাই দেশের প্রকৃত নায়ক : শচিন
স্পোর্টস ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমান-ঘাঁটিতে হামলায় শহিদ সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন শচিন টেণ্ডুলকার। টুইটে মাস্টার ব্লাস্টার লিখেছেন, পাঠানকোট হামলায় নিজেদের সেই নায়কোচিত দৃঢ়তাই আরও একবার তুলে ধরলেন নিরাপত্তারক্ষীরা। এরকম অকুতোভয় সেনানীদের হারানো দুঃখজনক। ওরাই দেশের প্রকৃত নায়ক। এবং শহিদদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন শচিন।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য কয়েক বছর আগে অনেক উত্সাহ উদ্দীপনা দেখিয়ে শচিন টেন্ডুলকারকে গ্রুপ ক্যাপ্টেন পদবি দিয়ে সম্মানিত করেছিল বিমান বাহিনী। শচিনই হলেন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি বিমান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও কিংবা এ ধরনের কোনো প্রশিক্ষণ ছাড়াই এ মর্যাদা পান।
মূলত ভারতের বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল পিভি নায়েকের সময়েই ৩৭ বছর বয়সী শচিনকে এ সম্মানে ভূষিত করা হয়েছিল।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি