বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:৫৬:৫৫

‘রিয়ালের কোচ হিসেবে জিদানই সেরা’

‘রিয়ালের কোচ হিসেবে জিদানই সেরা’

স্পোর্টস ডেস্ক : জিদান গর্বিত এই দায়িত্ব পেয়ে। বলেছেন, ‘রিয়াল কর্তৃপক্ষ, রিয়ালের প্রেসিডেন্টকে ধন্যবাদ। রিয়ালের মতো ঐতিহ্যশালী ক্লাবকে কোচিং করানোর সুযোগ দিয়েছেন বলে। আমার জীবনে, এটা রোমাঞ্চকর একটা দিন। প্লেয়ার হিসেবে যেদিন সই করেছিলাম, সেদিনের থেকেও বেশি রোমাঞ্চিত।’ রিয়ালের কোচ হিসেবে প্রথম লক্ষ্য কী? জিদান এক মুহূর্ত না ভেবেই বলেছেন, ‘রিয়াল বিশ্বের সেরা দল। রিয়ালের সমর্থকরাও বিশ্বসেরা। সবটুকু উজাড় করে দেব। যেভাবেই হোক এই মরশুমে ক্লাবকে ট্রফি দিতে চাই।’ কোচ হওয়ার পরের দিনই কাজ শুরু করে দিয়েছেন জিদান। তিনি যেমন এতটুকু সময় নষ্ট করেননি, তেমনি নতুন কোচের তত্ত্বাবধানে ট্রেনিং করার আগে রোনালদোও সময়ের অপচয় করেননি। জিমে দীর্ঘ সময় কাটান। ছেলেকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন জিমে৷ সেখানেই সেলফি তুলেছেন৷ ছবিতে দেখা যাচ্ছে জুনিয়র রোনালদোও বাবার মতোই শরীরচর্চায় ব্যস্ত৷ ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করে সি আর সেভেন লিখেছেন, ‘জিম টাইম’৷ রোনালদোর মনোভাব স্পষ্ট। কোচকে কোনওরকম অভিযোগের সুযোগ দিতে চান না তিনি। এদিকে বেনিতেজের জায়গায় জিদান দায়িত্ব নেওয়ায় স্বাগত জানিয়েছেন ডেভিড বেকহ্যাম। রিয়েলের জার্সি গায়ে দীর্ঘদিন জিদানের পাশে খেলেছেন। বেকহ্যাম বলেছেন, ‘এর থেকে ভাল আর কী হতে পারে? ফুটবল আমার প্রিয়। আর জিদান আমার অন্যতম প্রিয় ফুটবলার। ও ফুটবলকে অনেক কিছু দিয়েছে। সর্বকালের সেরা ফুটবলারদের একজন। রিয়াল মাদ্রিদ আমার মন জুড়ে। গোটা বিশ্বে ছড়িয়ে আছেন রিয়াল সমর্থকরা। জিদানকে কোচ হিসেবে পেয়ে, প্রত্যেকেই নিশ্চয়ই খুশি। জিদানকে সামনে থেকে অনেকদিন দেখেছি। জানি, ও ফুটবল নিয়ে কতটা আবেগপ্রবণ। কোনও স্তরেই ও ব্যর্থতা মেনে নেবে না। তাই আমার মতে, রিয়ালের কোচ হিসেবে ও–ই সেরা লোক।’ ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে