বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০১:৪১:০৪

বাংলাদেশের পক্ষ নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলো পাকিস্তান

বাংলাদেশের পক্ষ নিয়ে অস্ট্রেলিয়াকে ধুয়ে দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বে ‘নৈরাজ্য’ পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করায় অস্ট্রেলিয়ার জরিমানা দেওয়া উচিত। মঙ্গলবার করাচিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান সাংবাদিকদের এসব কথা বলেন। ওইদিনই যুব বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া, ফলে আয়ারল্যান্ডকে টুর্নামেন্টে অংশ নিতে আহ্বান জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। শাহরিয়ার খান বলেন, কোনও দল যদি একটি ইভেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় তাহলে তাদের উচিত আয়োজকদের জরিমানা দেওয়া, কারণ এর জন্য তারা কঠোর পরিশ্রম করে। এসময় তিনি অস্ট্রেলিয়া যেন বাংলাদেশকে জরিমানা দেয় সেজন্য বিষয়টি আইসিসিকে দেখতে অনুরোধ জানান। পাশাপাশি ভারতের কারণে পাকিস্তানও এ ধরণের পরিস্থিতি মোকাবেলা করছে বলে জানিয়েছেন তিনি। ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে