সেটা ধোনিকেই জিজ্ঞেস করুন : শেহবাগ
স্পোর্টস ডেস্ক : বিদায়ী ভাষণে সবার নাম মুখে এনেছিলেন। কিন্তু আনেননি মহেন্দ্র সিং ধোনির নাম। তা হলে কি ওদের সম্পর্কে রয়েছে তিক্ততা? দু’জনের সম্পর্কের ওপর পড়েছে অবনতির ছায়া? নানা মহলে নানা প্রশ্ন ঘুরে বেড়িয়েছে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মুখ খুললেন বীরেন্দ্র শেহবাগ।
শেহবাগ বলেন, ‘আমাদের সম্পর্ক ভাল। অনেকেই বলেছেন, আমি ওকে ধন্যবাদ জানাইনি। কিন্তু আমি ধন্যবাদ জানিয়েছি আমার সব সতীর্থকে। সুতরাং তাদের মধ্যে ও–ও ছিল।’ ধোনির প্রশংসা করে বীরু বলেছেন, ‘ক্যাপ্টেন হিসেবে বিরাট কাজ করেছে ও। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা বিশ্বকাপ জিতেছি এবং টেস্টে এক নম্বর দল হয়েছি।’
কিন্তু আপনি যখন বাদ পড়েছেন, তখন দায়িত্বে ছিলেন তো ধোনিই? বীরুর জবাব, ‘সেটা ধোনিকেই জিজ্ঞেস করুন। তবে কিছুদিন আগেই আমরা লন্ডনে গিয়েছিলাম চ্যারিটি ম্যাচ খেলতে। তখন আমাদের মধ্যে অনেক ভাল কথা হয়েছে। এতেই বোঝা যায়, আমরা বন্ধু। আর বন্ধুরাই এভাবে কথা বলতে পারে। ভারতীয় ক্রিকেট নিয়ে, স্ট্র্যাটেজি নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি