বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০৪:১৯:০৩

মেসি-নেইমারের দুর্দান্ত গোলে বার্সার জয়

মেসি-নেইমারের দুর্দান্ত গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক : কাম্প নউয়ে বুধবার রাতে কোপা দেল রের সেরা ষোলোর প্রথম লেগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। একের পর এক ফাউল করেও লিওনেল মেসি-নেইমারদের দুরন্ত ফুটবলে ছন্দপতন ঘটনোর চেষ্টা বৃথা গেল এসপানিওলের। দুর্দান্ত ফর্মে থাকা এই দুই তারকাকে প্রথম থেকে আটকানোর চেষ্টা করে এসপানিওল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। হলুদ আর লাল কার্ডের ছড়াছড়ির ম্যাচে এসপানিওল মোট ৯টি হলুদ আর দুটি লাল কার্ড দেখে। হলুদ কার্ডের খাড়ায় পড়েছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা মেসি, সুয়ারেস ও নেইমার। স্বাগতিকদের হলুদ কার্ড পাওয়া আরেক জন হলেন জেরার্দ পিকে। আগামী বুধবার এসপানিওলের মাঠে হবে ফিরতি লেগ। নয় মিনিটের মাথায় এগিয়ে যায় এসপানিওল। অতিথিদের এগিয়ে যাওয়ার উল্লাস অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি। দলের সেরা তারকার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। লুইস সুয়ারেসের পা থেকেবাড়ানো বল নেইমার ধরে পাস দেন আন্দ্রেস ইনিয়েস্তাকে। বহুদিনের এই সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। ৪৪ মিনিটে মেসির দারুণ নৈপুণ্যে অবশেষে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ৩০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকটি শেষমুহূর্তে বাঁক খেয়ে পোস্টে লেগে ভিতরে ঢুকে যায়। লিড নেই বার্সা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন জেরার্দ পেকে। মেসির কোনাকুনি পাস পেয়ে সহজেই গোলটি করেন স্পেনের এই ডিফেন্ডার। ৮২তম মিনিটে আবারও গোলের সহজ সুযোগ হারায় নেইমার। ৮৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান নেইমার। মেসির সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ভলিতে বল জড়ান এ মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ১৪ গোল করা ব্রাজিলিয়ান তারকা। ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে