নতুন বিতর্কে জড়ালেন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না পাকিস্তানের! বুধবার করাচিতে সাংবাদিককে গালাগালি করে নতুন বিতর্কে জড়ালেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক শাহিদ আফ্রিদি। তার আচরণে অস্বস্তিতে পড়েছে পাক ক্রিকেট বোর্ড।
চেয়ারম্যান শাহরিয়র খান জানিয়েছেন, গোটা ঘটনা নিয়ে পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে ক্রিকেটারদের আচরণগত কোনও অসঙ্গতি যাতে না থাকে, তা বোর্ড খতিয়ে দেখবে বলে জানিয়েছেন শাহরিয়ার খান।
বুধবার ঘটনার সূত্রপাত সাংবাদিক সম্মেলনের এক প্রশ্ন নিয়ে। এক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আফ্রিদির কাছে জানতে চান, অধিনায়ক হিসাবে তার ট্র্যাক রেকর্ড এত দুর্বল যে, তার পরেও তিনি কি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিতে চাইবেন? প্রশ্ন শুনে ক্ষিপ্ত আফ্রিদি বলে ওঠেন, ‘‘আমি জানতাম আপনি এমনই বাজে প্রশ্ন করবেন!’’
তারপরেই তিনি সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যান। কিন্তু আফ্রিদির সেই মন্তব্য এবং আচরণ মানতে পারেননি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। তারা পাক ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন যে, আফ্রিদিকে তাঁর বাজে মন্তব্য এবং আচরণ নিয়ে ক্ষমা চাইতে হবে।
পরিস্থিতি সামাল দিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম। পরে সংবাদসংস্থাকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন, ‘‘বেশ কিছু ক্রিকেটারের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। আমরা সমস্ত ঘটনার পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে চাই।’’
এদিকে, আগামী জুন মাসে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও ইংল্যান্ড সফরেও পাক দলের কোচের দায়িত্বে ওয়াকার ইউনিসকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি