নির্বাসিত হতে পারেন গেইল!
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, শুধু জরিমানা দিয়েই ছাড় পাবেন না গেইল। তাকে বিগ ব্যাশ লিগ থেকে নির্বাসিতও করা হতে পারে সামনের বছর থেকে।
ক্রিস গেইলের বিরুদ্ধে অশালীন আচরণের নতুন অভিযোগ নস্যাৎ করে দিলেন তার এজেন্ট সাইমন অটেরি। তিনি বুধবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ক্রিস ওর বিরুদ্ধে ওঠা নতুন অভিযোগ অস্বীকার করেছে। এসব অভিযোগ তোলার আগে মনে রাখা উচিত যে, আমরা প্রয়োজনে আইনি পদক্ষেপও করতে পারি।’’
যদিও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের দাবি, শুধু জরিমানা দিয়েই ছাড় পাবেন না গেইল। তাকে বিগ ব্যাশ লিগ থেকে নির্বাসিতও করা হতে পারে সামনের বছর থেকে। এমনকী, ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো বিগ ব্যাশ লিগের সমস্ত দলের ওপর গেইলকে সই করানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করতে পারে বলেও শোনা যাচ্ছে। যে দাবি বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ক্যারিবিয়ান তারকাকে আগামী বছর থেকে দেখা যাবে কি না, সেটাই প্রশ্ন।
গেইলের সমালোচনা করেছেন মাহেলা জয়বর্ধনে। বুধবার কিছুটা বিরক্তির সুরেই তিনি বলেছেন, ‘‘গেইল যাই করে থাকুক না কেন, সেটা চরম অপেশাদারিত্বের নমুনা।’’ শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সঙ্গে যোগ করেছেন, ‘‘ক্রিসকে দীর্ঘদিন ধরে চিনি। ও খুব মজার মানুষ। ও হয়তো ব্যাপারটাকে হাল্কাভাবেই নিয়েছিল। তবে সকলের সেটা ভাল না-ও লাগতে পারে। পাশাপাশি ক্রিসকেও মনে রাখতে হবে যে, কিছু পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে সামলাতে হয়।’’ এ নিয়ে আর জলঘোলা হোক, সেটাও চান না জয়বর্ধনে। তিনি বলেছেন, ‘‘যা হয়েছে, সেটা বাদ দিয়ে এবার অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করা যেতে পারে।’’
অস্ট্রেলিয়ার সদ্যবিদায়ী ক্রিকেটার ক্রিস রজার্স, যিনি বিগ ব্যাশ লিগে গেইলের সঙ্গে এক দলে খেলেওছেন, তিনি বলেছেন, ‘‘এটা আচরণের একরকম রীতি। যারা ওকে চেনে, তারা বারবার এরকম আচরণ দেখেছে।’’ যদিও রজার্সের দেশে এ নিয়ে বিতর্ক তুঙ্গে। গেইলকে নির্বাসনের মতো কঠোর শাস্তি দেওয়া হয় কি না, তা জানার জন্য কৌতূহল নিয়ে অপেক্ষা করছে ক্রিকেটমহলও।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি