ঘুরে দাঁড়ালেন মেসি-নেইমাররা
স্পোর্টস ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচ ড্রয়ের পর এসপানিওলের বিপক্ষে কোপা ডেলরেতে বছরের প্রথম জয় পেয়েছে বার্সেলোনা
বুধবার শেষ ষোলর প্রথম লেগে তারা ৪-১ গোলে রীতিমতো উড়িয়েই দেয় এস্পানিওলকে।
ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় ফিলিপ কেইসিদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। তবে ১৩ মিনিটেই বার্সাকে সমতায় ফেরান দলের সেরা তারকা লিওনেল মেসি। শুধু তাই নয় বিরতিতে যাওয়ার ঠিক আগে ফ্রি কিকে দলকে এগিয়ে নিয়েই বিরতিতে যান বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে বার্সার জার্সিতে ব্যবধান বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। সেইসঙ্গে নতুন একটি রেকর্ডও গড়ে ফেলেন তিনি। ২০১৩/১৪ মৌসুম থেকে সবধরণের প্রতিযোগীতামূলক ম্যাচে ১৩ গোল করে রক্ষণসৈনিক হিসেবে দ্বিতীয় স্থানে অবস্থান করেন জেরার্ড পিকে। তার সমান ১৩ গোলের মালিক ডিয়েগো গডিন। আর ১৫ গোল করে এই তালিকায় সবার উপরে রয়েছেন সার্জিও রামোস।
তবে ৭২ থেকে ৭৫ মিনিটের মধ্যেই যেন এস্পানিওলের জন্য নেমে আসে ভয়াভহ দুর্যোগ। ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্সেনসো পেরেজ। আর ৭৫ মিনিটে লাল কার্ড দেখেন পাপাকৌলি দিওপ। এই ঝড়েই নয় জনের দলে পরিণত হয় এস্পানিওল।
আর পরবতির্তে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটা ঠুকিয়ে দেন নেইমার। লিওনেল মেসির সহায়তায় গোল করেন কাতালানদের এই ব্রাজিলিয়ান সুপারস্টার। সেইসঙ্গে কোপা দেলরের পরবর্তী রাউন্ডেও এক পা দিয়ে রাখলেন লুইস এনরিকের শিষ্যরা।
কোপা দেল রের শেষ ষোলর ম্যাচ দিয়েই অপেক্ষার অবসান ঘটে বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান ও অ্যালেক্স ভিদালের। গত প্রাক-মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ ও সেভিয়া থেকে বার্সা পাড়ি দেন তুরান ও ভিদাল। তবে কাতালান দলটির ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রতিযোগিতামূল কোন ম্যাচে মাঠে নামেতে পারেননি। দীর্ঘ অপেক্ষার পর এস্পানিওলের বিপক্ষে ম্যাচে অভিষেক ঘটে তুরান ও ভিদালের।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর