মাশরাফির সঙ্গে এক ওয়েটারের রঙ্গ-তামাশা!
স্পোর্টস ডেস্ক: মাশরাফির নেতৃত্বে স্বপ্নের বেলায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট টিম। নড়াইলের এই মহা নায়কের নেতৃত্বের একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ জাতীয় দলের পেস সাইডকে আরো শক্তিশালী করতে বিসিবি সারাদেশ থেকে ফাস্ট বোলার খুঁজছে। এ নিয়ে দারুণ এক বিজ্ঞাপনের দেখা মেললো বাংলাদেশ ক্রিকেটের সংবাদ প্রচারের জনপ্রিয় পেইজ বিডি ক্রিক টিমে। বিজ্ঞাপনটিতে অংশ নেন জাতীয় দলের সাবেক দুই খেলায়াড় হাবিবুর বাশার সুমন ও জাবেদ ওমরকে। আর সাথে ছিলেন মাশরাফি।
বিজ্ঞাপনের দৃশ্য ছিল ঠিক এমনটাই।
মাশরাফি-বাশার ও ওমর একটি রেস্টুরেন্টে ডুকলেন ।
ডুকেই মাশরাফি ওয়েটারকে ডাক দেন।
ওই ওয়েটার তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালেন। যে নাই বাশার খাবারের মেন্যু বলতে যাবেন। তার আগেই ওয়েটার বলেন উঠলেন, দাঁড়ান দাঁড়ান... এবং তাদের উদ্দেশ্য করে বলা শুরু করলেন, আমারে একটা নতুন বল আর সিলিপে চারটা ম্যান দিবেন। দেখবেন মুড়ির মত উইকেট ফালাই দিছি।
জাবেদ ওমরকে উদ্দেশ্য করে বলেন। আপনি একটু পিছনে দাঁড়াবেন.... ওইটা (বল) কিন্তু আপনি ধরতে পারবেন না।
এরপর রফিককে উদ্দেশ্য করে বলেন, প্রথম পাঁচ ওভার বল করে সুতা ছিঁইড়া আপনারে দিমু। এর পর আপনি যত খুশি তত বল ঘুরাইয়েন।
এরপর যাওয়া শেষে মাশরাফিকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলেন, ফাস্ট ওভারটা কে করবে সেটা পরে ডিসিশান নিবোনে।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর