বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১০:৩৭:৪৪

‘আল্লাহর রহমতে আমার কিছু বৈচিত্র আছে’

‘আল্লাহর রহমতে আমার কিছু বৈচিত্র আছে’

স্পোর্টস ডেস্ক: বলতেই হয় ভালো কপাল নিয়ে জন্ম নেত্রকোণার বাম হাতি পেসার আবু হায়দার রনির। যিনি কিনা প্রথমবারের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেই তাক লাগিয়ে দেন সবাইকে। ভালো খেলার প্রতিদান পেয়েছেন তিনি। এরইমধ্যেই জিম্বাবুয়ে সিরিজে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। তবে এবার বলে-ব্যাটে সমান তালে জ্বলে উঠতে চানতিনি। বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে রনি বলেন, ‘ আমার চেষ্টা থাকবে নিজেকে অলরাউন্ডার হিসেবে গড়ে তোলা। কারণ ছোটবেলা থেকেই ব্যাটিং করেছি। যুবদলেও ব্যাটিংটা করা হয়েছে। এখন জাতীয় দলেও যদি ব্যাটিংয়ের প্রয়োজন হয়, তবে চেষ্টা করবো ভালো কিছু করার। তাহলে হয়তো কখনও কখনও নিজেকে বোলিং অলরাউন্ডারই ভাবতে পারবো।’ রনি আরো বলেন, ‘আমার শক্তি হলো ধারবাহিকভাবে এক জায়গায় বোলিং করে যেতে পারি। পেস খুব বেশি না। পেস নিয়ে আমার চিন্তাও নেই। টি-টোয়েন্টি ক্রিকেটে পেসই একমাত্র শক্তি নয়। বোলিংয়ে বৈচিত্রটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। আল্লাহর রহমতে আমার কিছু বৈচিত্র আছে। আমি চেষ্টা করবো বৈচিত্রগুলো ধরে রাখতে।’ ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে