মাথা ফাটিয়ে যা বললেন সোহান
স্পোর্টস ডেস্ক: গতকাল (বুধবার) বিসিবির একাডেমি মাঠের খবরটা দুঃখজনক। দুঃখজনক ঘটনার নায়ক সদ্য জাতীয় দলে চান্স পাওয়া নুরুল হাসান সোহান। অনুশীলনের সময় ব্যাট করতে গিয়ে মাথা ফাটিয়ে দিলেন ইকরাম নামে এক গ্রাউন্ডসম্যানের। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেন বিসিবির চিকিৎসকরা। পরে তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় রীতিমত অনুতপ্ত সোহান। ঘটনা প্রসঙ্গে সোহান বলেন,‘খারাপ লাগছে নিজের কাছে। পুরো অনুশীলনে অনেক টেনশনে ছিলাম। শেষপর্যন্ত শুনলাম, তেমন কোনো সমস্যা হয়নি।যদি অন্যরকম কিছু হয়ে যেত, তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না।’
প্রসঙ্গত, মাঠের এক প্রান্তে বোলিং মেশিনে অনুশীলন করছিলেন সোহান। এ সময় বোলিং মেশিনে বল দিচ্ছিলেন ইকরাম। বোলারের ওপর দিয়ে বল মেরেছিলেন সোহান। বলটি সজোরে গিয়ে লাগে গ্রাউন্ডসম্যান ইকরামের কপালে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর