স্পোর্টস ডেস্ক : সবশেষ অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের অনুপস্থিতি ভালোই টের পেয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক জানিয়েছিলেন, সাকিবের ঘাটতি অপূরণীয়। এবার নিউজিল্যান্ড সফরেও দলে নেই সাকিব। এবার অবশ্য ইনজুরি নয়, নবজাতককে সময় দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব।
তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, সাকিবের ঘাটতি পূরণ কঠিন হলেও অপূরণীয় নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটিই বললেন তামিম। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, 'হ্যাঁ, সাকিবের মতো খেলোয়াড় না থাকলেও তার ঘাটতি পূরণ সবসময়ই কঠিন। তবে আমরা এটি নিয়ে কাজ করছি। আমাদের এমন খেলোয়াড় আছে, যারা সাকিব না থাকলেও তার জায়গা পূরণ করতে পারে।'
মূলত তামিমের বক্তব্য, বিষয়টি শুধু সাকিবের বেলায় নয়; যে কারও বেলায় যে কোনো সিরিজে এমন পরিস্থিতিতে পড়তে পারে দল। তাই দলকে সবসময় এর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর সেটি নিয়ে কাজ করছে তার দল। 'হয়তো আমাদের সব খেলোয়াড় সবসময় থাকবে না। আমাদের এটা নিয়ে প্রস্তুত থাকতে হবে। ইনজুরি বা অন্যান্য বিষয় থাকবেই। এভাবেই এখন থেকে এগোতে হবে, যা আমরা করছিও।''
তামিম বলেন, কোনো কারণে কেউ না খেলতে পারলে সেটি আমি হই বা সাকিব বা মুশফিক— দল যেন বাধাগ্রস্ত না হয়।' সিরিজে সাকিবের অনুপস্থিতিতে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতও ইনজুরিতে। এমন পরিস্থিতিতে দল কী করবে প্রশ্নে তামিম বলেন, 'হাহুতাশ না করে দল বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে। আমাদের প্রস্তুত থাকতে হবে যে, সব ক্রিকেটারকে সবসময় পাওয়া যাবে না।'
 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                 
  
                             
                                    
                