বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:১১:৫৮

‘অধিনায়কত্বের উজ্জ্বল উদাহরণ মাশরাফি’

‘অধিনায়কত্বের উজ্জ্বল উদাহরণ মাশরাফি’

স্পোর্টস ডেস্ক: ২০১৫ সালটা র্তীব গতিতে ছুটেছে ম্যাশবাহিনী। লাগামহীন ঘোড়ার গতিতে ছুটে একের পর এক জয় তুলে নেয় বাংলাদেশ। এই সবই সম্ভব হয়েছে অধিনায়ক মাশরাফির নেতৃত্বে। অনেকের মনে প্রায়ই প্রশ্নের দেখা মেলে অধিনায়ক মাশরাফির অবসরের পর বাংলাদেশ দলের নেতৃত্বের ভার কে বহন করবেন। তবে নিঃসন্দেহে বলা যায় সে দৌঁড়ে এগিয়ে জাতীয় মাহমুদুল্লাহ রিয়াদ। অনেকের মতে মাশরাফির যোগ্য উত্তরসূরী তিনি। শান্ত-শিষ্ট স্বভাবের এই খেলোয়াড়ের দিকে তাকিয়ে আগামীর বাংলাদেশ। আর তা তিনি প্রমান দিয়েছেন সদ্য শেষ হওয়া বিপিএলে। বিপিএলে তার নেতৃত্বেই রানার্সআপ হয় বরিশাল বুলস। তারপর থেকেই ‘অধিনায়ক রিয়াদকে নিয়ে আলোচনা শুরু হয় ক্রিকেটপাড়ায়। বিশেষ করে টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে রিয়াদকে সুযোগ দেয়ার পক্ষে অনেকেই। দেশের অধিনায়ক হওয়াতে তার কতটুকু ইচ্ছে এবং সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে রিয়াদ বলেন। একটা ব্যাপার আমি আলাদা করে বলতে পারি, এই মৌসুমটায় আমি ঠিক করেছিলাম নেতৃত্বে কোনো চাপ নেব না। এমন নয় যে আগে খুব চাপ নিয়েছি। কিছু চাপ তো থাকবেই অধিনায়কত্ব করতে গেলে। তবে এবার শুরুর আগেই ঠিক করেছিলাম যে চাপকে চেপে বসতে দেব না। মাঠের বাইরে অধিনায়কত্বের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য কে? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাশরাফি ভাই তো এটির উজ্জ্বল এক উদাহরণ। সবসময় টিমমেটদের সঙ্গে দুষ্টমি-ফাজলামো করছে, মজা করছে। এমনকি দলের সবচেয়ে নতুন ছেলেটির সঙ্গেও ফাজলামো করছে। আবার কাজের সময় উনি দারুণ সিরিয়াস, এই ক্ষেত্রে হি মিনস বিজনেস। মাশরাফি ভাই তাই খুব ভালো উদাহরণ। মাঠের ভেতরে নেতা হিসেবে বলিষ্ঠ, মাঠের বাইরে আবার তিনি সবার খুব ভালো বন্ধু বা বড় ভাই। ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে