বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:১৯:১৮

ড্র করলেই ফাইনালে এভারটন

ড্র করলেই ফাইনালে এভারটন

স্পোর্টস ডেস্ক: ক্যাপিটাল ওয়ান কাপে এভারটনের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। বুধবার গুডিসন পার্কে এ জয়ের ফলে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল এভারটন। আগামী ২৭ জানুয়ারি দুই দলের মধ্যে দ্বিতীয় লেগের খেলা হবে। ওই ম্যাচে ড্র করলেই ফাইনালে চলে যাবে এভারটন। এদিন সিটির বিপক্ষে শুরু থেকেই দুর্দান্ত খেলে এভারটন। স্বাগতিক সমর্থকদের অনুপ্রেরণায় প্রথমার্ধেই এগিয়ে যায় এভারটন। ম্যাচের ৪৫ মিনিটে ফুনেস মোরির গোলে এগিয়ে যায় তারা। এভারটনের রোমেলু লুকাকু চলতি মৌসুমের ১৯তম গোল করেন এই ম্যাচে। এরপর ৭৬ মিনিট জেসাস নাভাসের গোলে সমতায় ফিরে ম্যানসিটি। সমতায় ফেরার উচ্ছ্বাস আর উল্লাসকে মুহুর্তেই মাটি করে দেন রোমেলো লুকাকো। তার দুই মিনিট পরই দুর্দান্ত এক হেডে গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দে-উল্লাসে ভাসান তিনি। ম্যানসিটি কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির জন্য বিষয়টি সত্যি হতাশার। তবে তিনি অভিযোগ করছেন এভারটনের প্রথম গোলটি অফসাইড ছিল। তিনি বলেন, ‘এভারটনের প্রথম গোল ছিল পুরোপুরি অফসাইড। একইসঙ্গে জেসাস নেভাস যে ফাউল করেছে তা ছিল পেনাল্টি। ম্যাচ শেষে রেফারিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ সবকিছু এখানে সবকিছুই পরিকল্পিত ছিল। ৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে