শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৭:০৮:২৫

এত কম রানে অলআউট হলে কিছুই করার থাকে না : তামিম

এত কম রানে অলআউট হলে কিছুই করার থাকে না : তামিম

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। দলটির সাবেক অধিনায়ক রস টেইলরও চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি। নিউজিল্যান্ড দলের তারকা দুই ব্যাটসম্যান ছিটকে যাওয়ায় টাইগারপ্রেমীদের অনেকেই আশা করেছিলেন অতীতের জয় খরা হয়তো কাটাতে পারবে তামিম ইকবালরা। 

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন এবং রস টেইলরহীন তুলনামূলক দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি টাইগাররা। ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ৪১.৫ ওভারে ১৩১ রানে অলআউট হওয়া বাংলাদেশ হেরে যায় ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

খেলা শেষে দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে অধিনায়ক তামিম ইকবাল বলেন, এই ম্যাচে ইতিবাচক কিছুই নেই। আমাকে যদি কিছু বলতেই হয়, তাহলে মেহেদি যে ৫-৬ ওভারের স্পেল করেছে, ভালো বল করেছে। এছাড়া এই ম্যাচ থেকে নেওয়ার মতো কিছুই নেই। ওয়ানডে অভিষেকে অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি ৬ ওভারে খরচ করেন মাত্র ১৭ রান।

তিন ম্যাচের সিরিজ বাঁচাতে হলে মঙ্গলবার ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। এ ব্যাপারে অধিনায়ক তামিম বলেন, সিরিজে ফিরতে হলে আমাদের অন্তত ২৬০-২৭০ রান করতে হবে, আমরা যদি ১৩০ বা ২০০ রানের মধ্যে অলআউট হই তাহলে বোলারদের কিছুই করার থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে