বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ১২:৩৮:৪৬

ব্যালন ডি’অর জিতলেন মেসি!

ব্যালন ডি’অর জিতলেন মেসি!

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সর্বোচ্চ সম্মানের পুরস্কার ব্যালন ডি’অর। ২০১৫ সালে সেরা খেলার কৃতিত্বে ব্যালন ডি’অর পুরস্কার কার হাতে উঠবে এ নিয়ে চলছে নানা জ্বল্পনা-কল্পনা। তবে উপরের শিরোনাম পড়ে যদি কারো চক্ষু চড়ক গাছ হয় তবে কিছুই করার থাকবে না। কারণ ফিফাই তাদের ওয়েব সাইটে পূর্ব নির্ধারিত ঘোষণার পাঁচদিন আগে মেসিকে ঘোষণা দিলেন ২০১৫ এর বর্ষসেরা। আর মেয়েদের ব্যালন ডি’অরের তালিকায় গত জুলাইয়ে অবসর নেওয়া জার্মান ফুটবলার সেলেনা সাসিচ। ১১১ আন্তর্জাতিক ম্যাচে যাঁর গোল ৬৩। আর্থিক কেলেঙ্কারিতে জজর্রিত ফিফার এটা আরো এক কেলেঙ্কারি হিসেবে ইতিমধ্যেই মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। বিখ্যাত ব্রিটিশ ট্যাবলয়েডের খবর অনুযায়ী, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওয়েবসাইটে যে কোনও কারণেই হোক, ২০০৮ থেকে ব্যালন ডি’অর প্রাপকদের (পুরুষ ও মেয়ে) তালিকা দেয়া হয়েছে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে, ২০১৫-র প্রাপক মেসি এবং সাসিচ। অথচ, নিয়ম মতো, ব্যালন ডি’অরের মঞ্চেই বন্ধ খাম খুলে কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব ঘোষণা করেন পুরস্কারপ্রাপকের নাম। তার আগে কোনও ভাবে সেই নাম প্রকাশ্য হওয়ার সম্ভাবনা নেই। তাৎপর্যের ব্যাপার, ২০০৮ থেকে ২০১৪, টানা সাত বছর ব্যালন ডি’অর ঘোরাফেরা করছে মেসি-রোনালদোর মধ্যে। ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে