রবিবার, ২১ মার্চ, ২০২১, ০৯:০৪:৫৭

নতুন বউকে যে উপহার দিতে চান সোহেল রানা

নতুন বউকে যে উপহার দিতে চান সোহেল রানা

স্পোর্টস ডেস্ক : গত ৭ মার্চ বিয়ে করেছেন, নেপাল চলে গেছেন ১৮ মার্চ। নববধুকে বেশি সময় দিতে পারলেন কোথায় জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সোহেল রানা? বিয়ের ১১ দিনের মাথায় স্বামী চলে গেলেন বিদেশে। এতে সোহেলের নববধু অনামিকার মন খারাপ হতেই পারে। নতুন বউয়ের এই মন খারাপ দূর করতে নিশ্চয়ই ভালো কিছু উপহার নিয়ে আশার প্রতিশ্রুতি দিয়ে গেছেন সোহেল রানা।

কী সেই উপহার? জানা যাক সোহেল রানার কাছেই। সোহেল রানা বলেন, 'বিয়ের পর আমার প্রথম টুর্নামেন্ট নেপালের ত্রিদেশীয় কাপ। আমি এমন কিছু বউকে দিতে চাই, যাতে সে বেশি খুশি হবে।' সেই উপহারটা কী? নেপালের ঐতিহ্যবাহী কিছু? সোহেল বললেন, 'আমি এই টুর্নামেন্টে গোল করতে চাই, ট্রফি জিততে চাই। দেশের জন্য ভালো কিছু করতে পারলে সেটা হবে আমার স্ত্রী'র কাছে সবচেয়ে বড় উপহার।''

গোল করতে পারলে এবং ট্রফি জিতলে পারলে এই দুটি উপহারই কী থাকবে? নাকি আরো কিছু আনবেন? সোহেল রানা বলেন, ''সেটা হয়তো আনব। কিন্তু আমি যদি গোল করতে পারি এবং চ্যাম্পিয়ন হতে পারি সেটাই হবে বিশেষ উপহার।'' ক্যারিয়ারে দুটি আন্তর্জাতিক গোল সোহেল রানার। দুটোই ক্লাব জার্সিতে। এর মধ্যে এএফসি কাপে তার একটি গোল হয়েছিল সপ্তাহসেরা এবং দ্বিতীয় হয়েছিল বর্ষসেরায়। 

বিয়ের পরের টুর্নামেন্টেই যদি আরও দর্শনীয় গোল করতে পারেন এবং সেটা যদি ক্যারিয়ার সেরা হয় তাহলে কেমন লাগবে? সোহেল রানার জবাব, ''সেটা করতে পারলে তো অবশ্যই আমার ক্যারিয়ারে ইতিহাস হয়ে থাকবে। আমি চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু করতে।''  এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে কতটা আশাবাদী আপনি? তিনি বলেন, ''আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। স্বাধীনতার মাসে ট্রফি নিয়ে আসতে পারলে সেটা অনেক আনন্দের হবে।''

নতুন বউকে নিয়ে যেতেন, টুর্নামেন্ট খেলার পাশপাশি মধুচন্দ্রিমাও হয়ে যেতো। ''কি যে বলেন ভাই (হেসে), এখন আমার কাছে প্রথম হলো এই টুর্নামেন্ট। টুর্নামেন্টকে গুরুত্ব দিয়েই সব মনোযোগ সেদিকে রাখতে চাই। যখন ফ্রি থাকব তখন মধুচন্দ্রিমার প্লান করব'', বলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে