বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী, ২০১৬, ০১:২৭:১৩

আরেকটি বড় ধরণের সুখবর পেলেন আমির

আরেকটি বড় ধরণের সুখবর পেলেন আমির

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শুরুতে দলের সঙ্গে বেঈমানী করে বসেন তরুণ উদীয়মান মোহাম্মদ আমির। কিন্তু মা যেমন তার অবাধ্য সন্তানকে দূরে ঠেলে দিতে পারেন না, ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডও তাদের অবাধ্য সন্তান আমিরকে আবার বুকে টেনে নিলেন। পাঁচ বছর নিষেদাজ্ঞা কাটিয়ে আমির আবার জাতীয় দলে স্থান লাভ করেছেন। ৯ই জানুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে অনুষ্ঠিতব্য স্বল্প আসরের টি২০ খেলার জন্য দলের রাখা হয়েছে তাকে। কিন্তু খটকা লাগে তার ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে। এবার সেই বাধাও থাকলো না। অবশেষে নিউজিল্যান্ডে যাওয়ার ভিসা পেলেন তিনি। বিষয়টি নিউজিল্যান্ড ইমিগ্রেশন নিশ্চিত করেছেন। আইএনজেড অ্যারিয়া ম্যানেজার মাইকেল কারলে জানিয়েছেন, "এই সিদ্ধান্ত নিতে আইএনজেড নিউজিল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয় বিবেচনা করেছে। বিবেচনা করেছে আগের কাজের জন্য আমির শাস্তি ভোগ করেছে।" নিউজিল্যান্ড সফরের কারণ বিবেচনা করেই আমিরকে ভিসা দেওয়া হয়েছে। এটা বলেছেন কারলে। তিনি আরো জানিয়েছেন, "সব পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সফরের কারণ বুঝে আমিরকে ভিসা দেওয়া হয়েছে।" ২০১৪ সালে আমির ইংল্যান্ডের ভিসা চেয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এবার তাকে জাতীয় দলে ফেরানোর পরও শঙ্কায় ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ধারণা ছিল, আমিরের ভিসা পাওয়ার সম্ভাবনা কম। এই কারণে তারা ইংল্যান্ড থেকে আমিরের মামলার আইনজীবীর সহায়তাও নিয়েছিল। ৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে