ম্যাচ শেষে স্টেডিয়ামে ব্যাপক গোলাগুলি, অবাক ক্রিকেট বিশ্ব!
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার ক্রিকেটারদের উপর গোলাগুলির ঘটনা ঘটেছিল ২০০৯ সালে। পাকিস্তানের মাটিতে এমন ঘটনায় তখন পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর এবার ক্রিকেট মাঠে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এবারও ক্রিকেট বিশ্ব অবাক হয়েছে। তবে এবার অবাক হওয়ার বিষয়টি ভিন্ন। এই গোলাগুলির ঘটনা পাকিস্তানের সন্ত্রাসীদের মতো নয়। বরং এটি ছিল জয় উৎসব। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম সিরিজ জিতায় এই অভিনব জয় উৎসব করেছে আফগানিস্তানের সমর্থকরা। আফগানদের এই ধরণের জয় উৎসব দেখে পুরো ক্রিকেট বিশ্ব সত্যিই একটু অবাক হয়েছে বটে।
জিম্বাবুয়ের বিরুদ্ধে এ নাটকীয় জয় উদযাপনে ব্যাপক ফাঁকা গুলি ছুঁড়ে রাজধানী কাবুলকে প্রকম্পিত করেছেন সমর্থকরা।
বুধবার শারজায় অনুষ্ঠিত ওই সিরিজ নির্ধারণী ম্যাচে শেষ ওভারে তিন বল বাকী থাকতে ছয় মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সদস্য গুলবদন নাইব। এতে সিরিজ জয়ের আনন্দে বন্য উদযাপনে মেতে ওঠেন কাবুলের বাসিন্দারা। ব্যাপক অস্ত্রেশস্ত্রে সজ্জিত এই সমর্থকেরা তাদের স্বয়ংক্রিয় রাইফেল থেকে ফাঁকা গুলি ছুঁড়ে আনন্দ প্রকাশ করেন। সাম্প্রতিক দিনগুলোতে তালেবানের চালানো ধারাবাহিক হামলার জেরে কাবুলে নিরাপত্তা বাহিনীগুলো উচ্চ সতর্কাবস্থায় আছে। খেলার জয় উদযাপনে সমর্থকদের গুলি ছুঁড়ে উদযাপন না করার অনুরোধ জানিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের অনুরোধ আমলে নেননি সমর্থকেরা।
শেষ ম্যাচের আগে সিরিজে ২-২ এ সমতা চলছিল। হ্যামিল্টন মাসাকাদজার সেঞ্চুরিতে ২৪৮ রানের দৃঢ় ভিত গেড়েছিল জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় আফগানিস্তান। অধিনায়ক আসগর স্তানিকজাই যখন আউট হলেন, তখনও চাই ৯৩ বলে ১০৪ রান, হাতে মাত্র ৪ উইকেট। সাতে নামা গুলবদন সেখান থেকেই জিতিয়ে দিলেন আফগানিস্তানকে।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল