এবার ক্ষেপেছেন গেইল
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ চলাকালীন সময়ে এক নারী অ্যাংকরের সঙ্গে বাজে ব্যবহার করায় বর্তমান ক্রিকেট পাড়ার আলোচনার শীর্ষে ক্যারিবীয়ান রাজকুমার ক্রিস গেইল। ওই নারী সংবাদ কর্মী ছাড়াও জানা যায় গেল বিশ্বকাপে এক সেবিকাকে ‘বিশেষ অঙ্গ’ প্রদর্শন করেছিলেন।
তবে এই সংবাদ প্রচারকারী গণমাধ্যম ফায়ারফ্যাক্সের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন গেইল। এরইমধ্যে গেইল অস্ট্রেলিয়া থেকে প্রভাবশালী এক গণমাধ্যম আইনজীবী নিয়োগ দিয়েছেন।
গেইলের দাবি, গণমাধ্যমটি তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার করছে।
বিষয়টি নিয়ে গেইলের ম্যানেজার সিমন অটিরি এক বিবৃতিতে জানান, ‘ক্রিস গেইল ফায়ারফ্যাক্সের এই খবরকে ভিত্তিহীন বলেছেন। বিশ্বকাপে সিডনিতে বসে এমন কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না।’
এছাড়া তিনি আরো বলেন, ‘ফায়ারফ্যাক্স মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। আর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সঙ্গত কারণে মার্ক ও’ব্রাইনকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন গেইল। খুব তাড়াতাড়ি মানহানির মামলা করা হবে।’
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর