অবশেষ জানা গেল সাকিবের মেয়ের নাম
স্পোর্টস ডেস্ক: গেল বছর নভেম্বরের ৮ তারিখে সাকিব-শিশিরের পরিবারে এসেছিল নতুন এক অতিথি। অর্থাৎ এ দিনে তাদের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক মেয়ে শিশু।
বাংলাদেশের সেরা অলরাউন্ডারের মেয়ের নাম কি এ নিয়ে এতদিন ধরে চলছিল নানা জ্বল্পনা-কল্পনা। তবে অবশেষ সেই জ্বল্পনা কল্পনার অবসান ঘটলো। জানা গেল সাকিবের সেই রাজকন্যার নাম।
বৃহস্পতিবার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালকে জানিয়েছেন, মেয়ের নাম রাখা হয়েছে আলাইনা হাসান অব্রি।
তবে নাম জানালেও, কবে নাগাদ মা ও প্রিয় কন্যা দেশে ফিরছেন সে ব্যাপারে কিছু বলেননি তিনি।
৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর