জিম্বাবুয়ের প্রতিটি ব্যাটসম্যানকে উড়িয়ে দেয়াই আল-আমিনের লক্ষ্য
স্পোর্টস ডেস্ক: আল-আমিন সর্বশেষ টি-২০ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার বছরের শুরুতেই আবারো জিম্বাবুয়ের বিপক্ষেই টি-২০ সিরিজ খেলবে টাইগার বাহিনী। আর এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশের অন্যতম সেরা পেসার আল-আমিন হোসেন বলেছেন, ‘জিম্বাবুয়ের প্রতিটি ব্যাটসম্যানকে উড়িয়ে দেয়ার আমার লক্ষ্য। ওদের প্রত্যেক ব্যাটসম্যানের উপর আমার টার্গেট রয়েছে।’
আল-আমিন গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে যে টি-২০ সিরিজ খেলেছিন, সেখানে তিনি শিকার করেছিরেন প্রতিপক্ষের পাঁচ উইকেট।
অন্যদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) হেট্রিকসহ দারুণ পারফরম্যান্স করেন তিনি। ফলে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র যে আল-আমিন, তা সহজেই অনুমেয়।
সিরিজকে সামনে রেখে আবারো নিজেকে ফিরে পাওয়ার কথা জানিয়েছেন এই পেসার। নিজের পারফরম্যান্সের ব্যাপারে বলতে গিয়ে আগেই উল্লেখ করলেন সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ ও বিপিএলের কথা। নির্দিষ্ট কোন লক্ষ্য নেই, শুধু ভালো করতে চান। বললেন, ‘না, আসলে সবাই ভালো ব্যাটসম্যান। সব ফরম্যাটে যে যেদিন ভালো করবে, সেদিন ভালো হবে। আসলে সবাইকে টার্গেট করা উচিত।’
প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি খেলতে খুলনায় মুখোমুখি হবেন আল-আমিন হোসেনরা। জিম্বাবুয়ে দল ১১ তারিখ বাংলাদেশে পৌঁছাবে।
৭ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের/রাসেল